ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪

নৌকা প্রতীকে ভোট করবে ১১টি দল 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৬, ১১ নভেম্বর ২০১৮

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগসহ ১১টি দল নৌকা প্রতীকে ভোট করতে চায়। নৌকা প্রতীকে যেসব দল একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট করবে, নির্বাচন কমিশনে (ইসি) সেই তালিকা রবিবার (১১ নভেম্বর) জমা দিয়েছে আওয়ামী লীগ।      

দলটির সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমেদের কাছে এ তালিকা জমা দেন।

নির্বাচন কমিশনে দেওয়া ওই চিঠিতে যেসব দলের নাম রয়েছে বলে জানা গেছে সেই দলগুলো হলো, আওয়ামী লীগ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাসদ, গণতন্ত্রী পার্টি, সাম্যবাদী দল, জাতীয় পার্টি (জেপি) (মঞ্জু), কমিউনিস্ট কেন্দ্র, গণআজাদী লীগ, ন্যাপ (মোজাফফর), গণতান্ত্রিক মজদুর পার্টি ও বাসদ (রেজা)।

এদিকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের একাধিক দল এরইমধ্যে নির্বাচন কমিশনে আলাদা চিঠি দিয়ে নৌকা ও তাদের দলীয় প্রতীকে ভোট করতে কমিশনকে চিঠি দিয়েছে।

এসি  
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি